দিনাজপুরের খানসামায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রিবু (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তার চাচা মিজানুর রহমান গুরুত্বর আহত হয়। নিহত মো. রিবু খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের আতিকুল কাজীর ছেলে এবং ইছামতি ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র। আজ দুপুরে খানসামা উপজেলার পাকেরহাট পানধোয়ার ঘাট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা মুকুল মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, মাথায় আঘাত জনিত কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং ঘটনাস্থলেই মারা গেছে।
গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মটরসাইকেল যোগে খানসামা উপজেলার ভুল্লার ডাঙ্গা থেকে মো. রিবু (১৮) ও তার প্রতিবেশী চাচা মিজানুর রহমান(১৮) পাকেরহাট যাওয়ার পথে পাকেরহাট হতে রাণীরবন্দরগামী অপর এক মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মো. রিবু ঘটনাস্থলে মারা যায় এবং তার চাচা মিজানুর রহমান গুরুত্বর আহত হয়। পরে তাকে দিনাজপুর এম. এ রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার