বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদন্ড প্রদানের প্রতিবাদে নোয়াখালীতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশের ভীতিকর অবস্থান সত্বেও জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জড়ো হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে দলটি। এ সময় আইনজীবী সমিতির আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ ঘেরাও করে রাখে। তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের সভাপতিত্বে ও শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক টপি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ্ বাহার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ জাফর উল্যাহ্ রাসেল, ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক ছাবের আহমেদ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার