বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বেলকুচিতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ করা হয়। কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা গোলাম আযম, আব্দুস সামাদ সরকার, মনোয়ার চৌধুরী বাবু, বনী আমীন, মজনু খান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে আমিরুল ইসলাম খান আলীম বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে সাজানো রায়ে ৫ বছরের জেল দিয়েছে। কিন্তু দেশের জনগণ এ রায় প্রত্যাখান করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার