বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পৃথক ভাবে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। আজ শিমরাইল-আদমজী ইডিজেড-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইলোড এলাকায় নারায়ণগঞ্জ জেলা থানা ছাত্রদল নেতা মো. জুয়েল রানার নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অপর দিকে বিকাল সাড়ে ৪টায় কাঁচপুর সেতু এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে যুবদলের নেতাকর্মীরা। এসময় মিছিলকারীরা বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিকাল সাড়ে ৩টায় শিমরাইল-আদমজী ইডিজেড-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইলোড এলাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা মোঃ জুয়েল রানা’র নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে ওই মিছিলটি বের ছাত্রদল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রাসেল, আরশ, হাসান, রাজু, আব্দুল আজিজ, মোহাম্মদ রাব্বি, ফাহিম, রাসেল, সায়েম, মনির হোসেন, মোঃ জনি, সোহেল, রাফি, আকাশ ও সাঈদ প্রমুখ।
অপরদিকে, বিকাল সাড়ে ৪টার দিয়ে কাঁচপুর সেতুর আটি ওয়াবদা কলোনী এলাকায় যুবদল নেতাকর্মীদের মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. কামরুল হাসান সেন্টু, মো. জাকির হোসেন, মো. খাইরুল ইসলাম, মো. মাহবুব হোসেন, একে হিরা, ইব্রাহিম ও সুমন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার