দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টেকনাফ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট হাসান সিদ্দিকীর নেতৃত্বে টেকনাফের হ্নীলা উত্তর বাস স্টেশন এলাকায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
টেকনাফ প্রধান সড়কের হ্নীলা উত্তর স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মৌলভী বাজার স্টেশন গিয়ে শেষ হয়। এসময় পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও হ্নীলা দক্ষিণ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকী, হোয়াইক্যং দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর, জেলা যুবদলের সদস্য রফিকুল আলম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম উসমান গণি, সদস্য সচিব রশিদুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রদল সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক নুরুল হুদা, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম টিটু ও হেলাল মেম্বার, যুবদল নেতা ফরিদ আলাম, মো. ইলিয়াছ, কুদ্দুস, জাফর প্রমুখ।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম