বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীসহ সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মানহানি মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নোয়াখালী প্রেস ক্লাব। এছাড়া জেলায় কর্মরত অন্য সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরাও এতে ক্ষোভ প্রকাশ করেছেন।
অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দীন শাহীন, পৌরসভা মেয়র শহীদুল্লাহ খান সোহেল, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউছুফ, কবিরহাট পৌর মেয়র জহিরুল ইসলাম রায়হান, হাতিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ আলী রাতুল, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, জেলা পরিষদ সদস্য কামাল উদ্দীন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওমর ফারুক, এডভোকেট হাজেরা পারভিন এপিপি, নোয়াখালী পৌর কমিশনার ও সাংবাদিক জাহিদুর রহমান শামীম, দৈনিক জাতীয় নূর সম্পাদক আবুল কালাম ভূইয়া, সাংবাদিক আবুল হাসেম, সামছুল হাসান মিরন, মেজবাউল হক মিঠু, বিকাশ সরকার, আবু নাছের মঞ্জু, এমবি আলম, আকবর হোসেন সোহাগ, আবদুল মোতালেব, মো. সোহেল, বিধান ভৌমিক, এ আর আজাদ সোহেল, সালাউদ্দীন সুমন ও তছলিম শিকদারসহ জেলার কর্মরত সাংবাদিকগণ।
বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা