সারা দেশের ন্যায় বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেছে নেত্রকোনাবাসী। বুধবার সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে বড়দের পাশাপাশি ক্ষুদে শিশুরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
শহরের ছোট বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দলীয়, সামাজিক এবং সাংস্কৃতিক সকল স্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসেন।
আগামী দিনে সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক সুন্দর একটি বাংলাদেশ দেখার প্রত্যয় ব্যক্ত করে শ্রদ্ধা জানাতে আসা ক্ষুদে শিশুরা। তারা বাবা-মায়ের সাথে শহীদদের প্রতি সম্মান জানাতে শহীদ মিনারে আসে।
এর আগে রাত ১ টা এক মিনিটে পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বাতি জ্বালিয়ে দিবসের সূচনা করেন। পরে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে স্থানীয় প্রশাসন, পুলিশ সুপার জয়দেব চৌধুরীর নেতৃত্বে পুলিশ প্রশাসন শ্রদ্ধা নিবেদন করেন। মুক্তিযোদ্ধা সাবেক ইউনিট জেলা উপজেলা কমান্ডের উদ্যোগে সকল মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান ও সম্পাদক আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্ব স্ব নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান, সম্পাদক আনোয়রুল হকের নেতৃত্বে জেলা বিএনপি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহিনের নেতৃত্বে জেলা মহিলা দল শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও জেলা সিপিবি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সকালে প্রভাত ফেরির মাধ্যমে শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত