নিখোঁজের তিনদিন পর মাসুদ রানা দুর্বার নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দিনাজপুরের কাহারোলের মুকুন্দপুর ঘাটিয়ার পাড়া এলাকার লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাসুদ রানা দুর্বার(২৮) কাহারোল উপজেলার চকপ্রাণকৃষ্ণ গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং পূর্ব মল্লিকপুর কলেজের এইচএসসির ছাত্র।
পুলিশ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয় মাসুদ রানা দুর্বার। এরপর তাকে পাওয়া যায়নি। পরে আজ সকালে কাহারোল উপজেলার মুকুন্দপুর ঘাটিয়ার পাড়া এলাকার এক লিচু বাগানে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী জানান, লাশের সুরতহাল রিপোর্ট অনুযায়ী ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। মাসুদ রানা দূর্বার পূর্ব মল্লিকপুর কলেজের এইচএসসির ছাত্র এবং তার বাবা আব্দুল মান্নান চট্রগ্রামের আনসার বাহিনীতে কর্মরত।
বিডি প্রতিদিন/এ মজুমদার