আশুলিয়ায় একটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিনগত রাত সোয়া ১টার দিকে গাজীরচট এলাকায় এলাকার লাইকাসি নামের ফার্নিচার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ পরিদর্শক রহুল আমিন জানান, খবর পেয়ে ডিইপিজেড, সাভায় ফায়ার সার্ভিসসহ আশপাশের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিক কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ