আশুলিয়ার গাজীরচট এলাকায় ফার্নিচার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার দিনগত রাত সোয়া ১টার দিকে ওই এলাকার ল্যাগেটি নামের ফার্নিচার কারখানায় আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া একটার দিকে কারখানায় প্রচণ্ড ধোঁয়া দেখতে পান। ওই ধোঁয়া থেকেই আগুনের সূত্রপাত। এসময় একতলা টিনশেড ভবনের পুরো এলাকায় আগুন ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে কারখানার ভেতরে সবকিছু পুড়ে গেছে। এছাড়া কারখানার টিনশেড ছাদ ধসে পড়েছে।
এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে আরও একটি যোগ দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সাভার, ধামরাই ও উত্তরা থেকে দু’টি করে ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত ছাড়া বলা যাবে না।
বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ