লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এর আগে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহন, সিভিল সার্জন ডাক্তার মোস্তফা খালেদ, পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন।
মেলায় সরকারি-বেসরকারি দপ্তরের সেবা সম্পর্কিত বিষয়াদি নিয়ে প্রায় অর্ধশতাধিক স্টল অংশ নেয়।
বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল