শিরোনাম
- হানি ট্র্যাপ ও চাকরির প্রলোভনে প্রতারণার ঘটনায় গ্রেফতার ৭
- বিশ্বের প্রথম নারী পারমাণবিক আইসব্রেকার ক্যাপ্টেন নিয়োগ দিল রাশিয়া
- দায়িত্ব নিয়েই সারওয়ার গেলেন ‘সাদাপাথরে’, চালালেন অভিযান
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় বাইকের ৩ আরোহী নিহত
- কিংসে আসছেন নতুন বিদেশি কোচ
- পিআরের বিরুদ্ধে অনড় বিএনপি
- আওয়ামী লীগ নেত্রী রুনু গ্রেফতার
- রাজধানীতে বিশেষ অভিযানে এক দিনে গ্রেফতার ৬৫
- সোমবার পর্যন্ত ডাকসু নির্বাচনে প্রচারণায় নিষেধাজ্ঞা
- এবার পুতিনের সঙ্গে জয়শঙ্করের বৈঠক
- কেনেডিকে টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধের আহ্বান মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের
- অনুপ্রবেশকারী প্রশ্নে শেখ হাসিনাকে দিয়ে অভিযান শুরুর দাবি ওয়াইসির
- তিস্তায় ভেসে এলো নবজাতকের মরদেহ
- ডাকসু নির্বাচনে প্রাথমিক বৈধ প্রার্থী ৪৬২ ও স্থগিত ৪৭
- টিসিবি'র পণ্য কিনতে দৌড়, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
- ইইউ’তে ভেটো প্রত্যাহারে হাঙ্গেরিকে চাপ দিতে ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ
- জাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা : ভিপি আরিফুল্লাহ, জিএস মাজহার
- কবরস্থান রক্ষায় রেলকর্মীদের মানববন্ধন
- মেধাবীদের দেশেই ধরে রাখতে জীবনমান উন্নয়ন জরুরি : মেয়র শাহাদাত
- মহেশপুর সীমান্তে এক দালালসহ আটক ৯
আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দোকানের কর্মচারীকে তুলে নেওয়া অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহীর চারঘাট থেকে গত মঙ্গলবার (২৭ মার্চ) গভীর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে মুদি দোকানের এক কর্মচারীকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে ওই মুদি দোকানীর ভাই আজ চারঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন। তুলে নিয়ে যাওয়া মুদি দোকানের কর্মচারীর নাম আসাদুজ্জামান (২২)। তার বাবার নাম ইয়াসিন আলী। তার বাড়ি চারঘাট উপজেলার আস্করপুর সরকারপাড়া গ্রামে। আর কলেজ শিক্ষকের বাড়ি আস্করপুর পশ্চিমপাড়া।
এদিকে গত শনিবার (২৪ মার্চ) সকালে কালো মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া শিক্ষকের এখনও খোঁজ মেলেনি। ঘটনার পরের দিন তার পরিবারের পক্ষ থেকেও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ শিক্ষক ও মুদি দোকানের কর্মচারীর বাড়ি একই গ্রামে।আসাদুজ্জামান উপজেলার সরদহ বাজারে নজরুল এন্টারপ্রাইজ নামের একটি মুদি দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। দোকানের মালিক নজরুল ইসলাম জানান, তিনি জানতে পারেন র্যাব পরিচয়ে আসাদুজ্জামানকে তিন-চারজন লোক এসে তুলে নিয়ে গেছে। তারা মোটরসাইকেল নিয়ে এসেছিলেন। আসাদকে জোর করে ধরে নিয়ে যাওয়ার সময় গ্রামের এক যুবকের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়েছে। ওই যুবক তাকে ধরে রাখার চেষ্টা করছিলেন। তখন তারা পরিচয় দিয়েছেন যে, তারা র্যাব। তখন যুবক আসাদকে ছেড়ে দিয়েছেন।
এ ব্যাপারে র্যাব-৫ এর উপ-অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি তারা জানেন না। মঙ্গলবার গভীর রাতে ওই (চারঘাট) এলাকায় তাদের কোনো অভিযানই চালানো হয়নি।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুপুরের দিকে আসাদুজ্জামানের ভাই মইনুল ইসলাম থানায় একটি খসড়া অভিযোগ দায়ের করেছেন। তাতে র্যাব পরিচয়ে তার ভাইকে তুলে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। পরে আরও খোঁজ খবর নিয়ে তারা চূড়ান্ত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
এদিকে গত শনিবার (২৪ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে চারঘাট উপজেলার অনুপমপুর এলাকা থেকে ডাকরা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক শফিকুর রহমান ওরফে উজ্জ্বল ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক বজরুল ইসলামকেও তুলে নেওয়া হয়েছিল। ওইদিন দুপুরেই বজরুলকে পাবনার দাশুড়িয়া এলাকায় ছেড়ে দেওয়া হয়। তিনি নিরাপদে বাড়িতে ফিরে এসেছেন। তিনিও বলতে পারেননি যে কারা তাদের তুলে নিয়ে গিয়েছিলেন। এনিয়ে এলাকার মানুষের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, এ পর্যন্ত শিক্ষক শফিকুর রহমানের কোনো খোঁজ তারা জানতে পারেননি। গত রবিবার সকালে শিক্ষক শফিকুর রহমানের শ্বশুর নজরুল ইসলাম পরিবারের পক্ষ থেকে চারঘাট থানায় জিডি করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার
এই বিভাগের আরও খবর