বগুড়ার ধুনট উপজেলা হিসাব রক্ষণ অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আলম শ্যামলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর তৌফিকুল ইসলাম বাদী হয়ে আটককৃত ফেরদৌস আলম শ্যামলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ তাকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত ফেরদৌস আলম শ্যামল বগুড়ার ধুনট অফিসারপাড়া এলাকার মরহুম আব্দুল কাদের মাষ্টারের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, ২০১৫-২০১৬ অর্থ বছরে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাদ্য সরবরাহের ঠিকাদারীর দায়িত্বে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আলম শ্যামল। তার ২০১৬ সালের মে মাসে রোগীদের খাদ্য সরবরাহের ১ লাখ ৫৪ হাজার টাকা বকেয়া রয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় ফেরদৌস আলম শ্যামল উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ে তার বকেয়া বিলের অনুমোদন নিতে যায়। অনুমোদন নিয়ে অফিস কর্মকর্তাদের সাথে তার বাকবিতন্ডা হয়। এরপর অফিস কর্মকর্তারা পুলিশে সংবাদ দেয়। থানা পুলিশ ফেরদৌস আলম শ্যামলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান জানান, সরকারী এক কর্মকর্তাকে লাঞ্চিত করার অভিযোগে ফেরদৌস আলম শ্যামল নামের এক যুবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধো মামলা রয়েছে। আজ তাকে আদারতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার