নারায়ণগঞ্জের ফতুল্লায় রিমা আক্তার (২২) নামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে তার স্বামী। আজ বিকালে ফতুল্লার কোতালেরবাগ বৌ বাজার এলাকায় একটি বাড়ি থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। পলাতক স্বামীর নাম আলামিন (২৮)। সে আছিলা সরদারের ছেলে।
নিহতের নাহিদ নামে দেড় বছরের একটি বাচ্চা আছে। ধারণা করা হচ্ছে, তিনদিন আগে এই হত্যাকান্ড ঘটিয়েছে স্বামী।
ফতুল্লা মডেল থানার এস আই অটল দাস জানান, স্থানীয়দের খবরে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিন দিন আগে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। লাশ থেকে দুর্গন্ধ বের হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার