বগুড়ার গাবতলীতে বিএনপি নেতার বাড়িতে ভিজিডি ও ১০ টাকা কেজি দামের ৫৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিকরা পালিয়ে গেছে। তবে চালগুলো কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বগুড়ার গাবতলী থানা পুলিশ জানায়, গাবতলীর বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সোহেল রানা মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নশিপুর ইউনিয়নের মাজবাড়ী গ্রামের নশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের বাড়িতে অভিযান চালান। এসময় ১০ টাকা কেজি মূল্যের ৩০ কেজি ওজনের ৪৯ বস্তা এবং ভিজিডির ৩০ কেজি ওজনের ১০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।
পরে বুধবার শহিদুল ইসলাম শহিদ ও তার ভাই বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পরিদর্শক সোহেল রানা জানান, চালগুলো কালোবাজারে বিক্রির জন্য শহিদুল ইসলাম শহিদ কিনে তার ভাই বিএনপিনেতা জাহিদুল ইসলাম জাহিদের শোবার ঘর সংলগ্ন গোডাউনে মজুদ করে রাখে। রাতের আধাঁরে চালগুলো পাচার করা হতো।
বিডিপ্রতিদিন/ ই জাহান