নাটোরে নিজ বসতবাড়িতে গাঁজা সংরক্ষণ ও বিক্রির দায়ে রাশিদা বেগম (৫০) নামে এক নারী মাদক বিক্রেতাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চোলাই মদ সেবনের দায়ে নন্দু বসু (৪৫) নামে এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
দণ্ডপ্রাপ্ত রাশিদা সদর উপজেলার হুগোলবাড়িয়া গ্রামের আব্দুর রশীদের স্ত্রী এবং নন্দ একই এলাকার খনিন্দ্র নাথ বসুর ছেলে।
এছাড়া অপর একটি অভিযানে চোলাই মদ সেবনরত অবস্থায় নন্দকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন