টেকনাফে বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯,৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দমদমিয়া চেকপোষ্টে যানবাহন তল্লাশির দায়িত্বে নিয়োজিত ছিল। টেকনাফ হতে কক্সবাজারগামী নাম্বারবিহীন একটি মাহেন্দ্রগাড়ী দমদমিয়া চেকপোষ্টে পৌঁছলে কর্তব্যরত টহলদল সিগন্যাল দিয়ে থামায়।
তল্লাশির এক পর্যায়ে উক্ত গাড়িতে পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিনে মোড়ানো প্যাকেট দেখতে পায়।উক্ত প্যাকেটটির মালিককে খোঁজাখুঁজি করলে কোন যাত্রী মালিক হিসেবে স্বীকারোক্তি প্রদান না করায় প্যাকেটটি খুলে গননা করে ২৯ লাখ ৮৮ হাজার টাকার মূল্য মানের ৯ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার