লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন প্রোগ্রামের আওতায় জেলা পর্যায়ে গোপালগঞ্জে স্বাস্থ্য সম্মত জীবন যাপন ও পরিবেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য সম্মত জীবন যাপন করুন সুস্থ থাকুন এই শ্লোগানকে সামনে রেখে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে লাইফ স্টাইল ও স্বাস্থ্য সম্মত জীবনযাপনে করণীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন ডা. এমদাদুল হক মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. নেওয়াজ মোহাম্মদ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন অফিসের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন