ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৬ এবং সাধারণ সদস্য পদে ৩৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকের নির্বাচনে মোট ২ লাখ ৯০৩ জন ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, নির্বাচনের দিনে প্রতিটি সাধারণ কেন্দ্রে ২০ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৫ জন আনসার ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া পুলিশের মোবাইল টিমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তিনজন বিচারক থাকবেন।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/মাহবুব