নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকায় এক গার্মেন্টস কর্মীকে (১৪) গণধর্ষণ করা হয়েছে। সেইসঙ্গে ধর্ষণের বিষয়টি কাউকে না বলতে তাকে হুমকি দেয়া হয়। ফলে ঘটনার ৭দিন পর আদালতের নির্দেশে বন্দর থানায় মামলা হয়েছে। বুধবার সকালে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে বন্দর থানায় ধর্ষক জাহাঙ্গীরসহ তার বন্ধুদের বিরুদ্ধে মামলা করলে সন্ধ্যায় বিয়ষটি নিশ্চিত করে পুলিশ।
পুলিশ জানায়, গত ২০ মার্চ রাতে মাদারীপুর জেলার শিবচর থানার ইমামউদ্দিন মাতাব্বর কান্দি এলাকার আশ্রাফ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর, একই এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে সাবু এবং নাজিমউদ্দিনের ছেলে আবু বক্কর ওই গার্মেন্টস কর্মীকে ফুসলিয়ে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় নিয়ে যায়।
এরপর তারা ওই তরুণীকে একটি নৌকায় তুলে নিয়ে জোর করে পালাক্রমে ধর্ষণ করে। পরে ধর্ষিতা ঘটনাটি তার মাকে জানায়। পরে তার মা বাদী হয়ে বুধবার সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
বন্দর থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে বুধবার থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম