পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে শুরু হয়েছে। বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে আজ বিকাল ৪টা পর্যন্ত। উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি কেন্দ্র ভোটগ্রহণের জন্য নিয়োজিত রয়েছেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাডিং অফিসার ও জন পোলিং অফিসাররা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ অপ্রীতিকর ঘটনা এড়িয়ে সুষ্ঠ ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে একজন নির্বাহী মেজিস্ট্রেটের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ এবং নারী ও পুরুষ আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি ও র্যাবকেও টহল দিতে দেখা গেছে।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রতিটি কেন্দ্রের সামনে নারী ও পুরুষের দীর্ঘ লাইন। প্রখর রোদে দাঁড়িয়ে আছেন পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার অপেক্ষায়। তবে সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ধানখালী ইউনিয়নের দক্ষিণ চালিতাবুনিয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবুল বাসার । তিনি জানান, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটারদের উপস্থিতিও ভালো।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাঁচটি ইউনিয়নে ২০ জন চেয়ারম্যান, ৪৫ জন সাধারণ আসনের বিপরীতে ১৫৪ জন এবং সংরক্ষিত ১৫ টি আসনের বিপরীতে ৪৪ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত রয়েছে ৫ জন, বিএনপির রয়েছে ৫ জন, জাতীয় পার্টির ১ জন, ইসলামী আন্দোলনের ৫ জন ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ মিয়া জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা তা নেয়া হয়েছে। আশা করি কোনো ধরনের সমস্যা হবে না।
বিডি প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/ফারজানা