নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে তেতুলিয়া কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় দুইজনকে পুলিশ আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রির্টানিং অফিসার একে এম সাইদুজ্জামান।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে র্যাব, পুলিশ, আনসার ও বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন অফিস জানান, ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য ৯ জন প্রিজাাইডিং কর্মকর্তা ও ৩৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনে ১৩ হাজার ৭৯৪ জন নারী-পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে আবুল কালাম আজাদ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। তার সাথে স্বতন্ত্র প্রার্থী হয়ে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন সদ্য প্রয়াত আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান মুরাদের স্ত্রী সামিনা সুলতানা।
গত ১৩ জানুয়ারি ইউপি চেয়ারম্যান মুরাদ মারা যাওয়ায় এখানে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম