শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে শুরু হয়েছে মাগুরার মোহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
চেয়ারম্যান পদের এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাবেয়া বেগম (নৌকা) ও বিএনপির মনোনীত প্রার্থী মহিদুল ইসলাম (ধানের শীষ) ছাড়াও উভয় দলের বিদ্রোহী এবং স্বতন্ত্রসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোহম্মদপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবু দাউদ জানান, ২৫টি গ্রাম নিয়ে গঠিত মোহম্মদপুর সদর ইউনিয়ন। বর্তমান ভোটার সংখ্যা ২১ হাজার ২৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৫৫৮ এবং নারী ভোটার ১০ হাজার ৬৯১ জন। ৯টি ভোট কেন্দ্রে বুথের সংখ্যা ৫৩টি। এসব কেন্দ্র ও বুথে ৯ জন প্রিজাইডিং, ৫৩ জন সহকারি প্রিজাইডিং এবং ১০৬ জন পোলিং অফিসার ভোট গ্রহণের কাজে দায়িত্ব পালন করবেন।
শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
২০১৭ সালের ২১ নভেম্বর এ ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেনর মৃত্যুতে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/মাহবুব