‘শিক্ষা খাতে সুশাসন ও মেধা ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে টিআইবি’র আদলে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।
রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জেলা সনাক সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন- সনাকের সাবেক সভাপতি প্রফেসর এম. মোয়াজ্জেম হোসেন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন সহ অন্যরা।
বক্তারা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ এবং প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন