পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে টিআইবি’র আদলে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।
শিক্ষা খাতে সুশাসন ও মেধা ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষে রবিবার সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।
জেলা সনাক সভাপতি মাহবুব মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা. সালাহ উদ্দিন শরীফ, গাজী গিয়াস উদ্দিন, প্রেসক্লাবের সহসভাপতি এম জে আলম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মানববন্ধনে পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে সরকারের সহায়ক হিসেবে অবদান রাখার লক্ষ্যে সনাক টিআইবি ৯টি সুপারিশ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন