সাতক্ষীরার কলারোয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা ১১টার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়ার) সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন।
আরো উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা লুৎফর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আবির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ১৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন