মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, খলসিয়া গ্রামের ইব্রাহীম (২৯) ও পার্শ্ববতী গ্রাম হাটবাড়ির নূর ইসলাম (৩০)। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন। অন্য একটি দুর্ঘটনায় ৩ জন আহত। আজ রবিবার দুপুরে মহম্মদপুর উপজেলার বিনোদপুর-নওয়াপাড়া সড়কের হাটবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানায়, ৩ মোটরসাইকেল আরোহী বিনোদপুর যাবার পথে বিপরীত দিক থেকে আসা ইঞ্চিন চালিত একটি লাটা গাড়িকে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ইব্রাহীমের মৃত্যু হয়। নূর ইসলামকে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া আহত মিলনকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
অন্যদিকে, সকাল সাড়ে পাঁচটার সময় চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে মাগুরা-ফরিদপুর মহাসড়কের বেলনগর এলাকায় দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজিব (১৮), লিটন (২৬), আব্দর রহমান (১৮) মারাত্বক আহত হয়। এদের মধ্যে সজিব ও লিটনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার