ময়মনসিংহের ভালুকায় আলোচিত শিমুল হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার সকালে ভালুকা-ঘাটাইল সড়কে উপজেলার বগাজান বাজার চৌরাস্তায় ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশ উপস্থিত হয়ে ৭দিরে মধ্যে আসামি ধরার প্রতিশ্রুতি দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বগাজান গ্রামের রফিকুল ইসলাম রফিকের ছেলে সিরাজুল ইসলাম শিমুল একই উপজেলার ভরাডোবা গ্রামের আবুল হাশেমের মেয়ে সুমি আক্তারকে ভালবেসে বিয়ে করেন। বিয়ের পর থেকেই আবুল হাশেমের পরিবার শিমুলকে মেনে নিতে পারেনি। গত ২৩ ফেব্রুয়ারি শিমুলকে ভরাডোবায় শশুরবাড়িতে ডেকে নিয়ে নারকেল গাছের সাথে বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেয়। টের পেয়ে আশেপাশের লোকজন আগ্নিদগ্ধ অবস্থায় শিমুলকে উদ্ধার করে প্রথমে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি পর গত ৮ মার্চ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শিমুল হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী রবিবার বাজারের সকল দোকানপাট বন্ধ রেখে ভরাডোবা-ঘাটাইল সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেন।
ভালুকা মডেল থানার অফিসারইনচার্জ মামুন অর রশিদ পিপিএম জানান, আসামি ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন