বগুড়ায় দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় বগুড়ার শহীদ খোকন পার্কে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. আব্দুল মান্নান।
বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বার্তা পৌঁছে দেয়ার লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা উদ্বোধনের আগে এক আলোচনা সভা জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী’র সভাপতিত্বে শহীদ খোকন পার্কের মঞ্চে অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিভিল সার্জন ডা. শামসুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সোনাতলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. শরীফা নূসরাত। মেলায় সরকারি ও বেসরকারি মিলে ২০টি স্টল রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার