কুড়িগ্রাম শহরতলীর ঘোষপাড়া এলাকায় গলায় চাদর পেঁচিয়ে জহুরুল হক (৫৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সোয়া ৮টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত মোটরসাইকেল চালক। তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহত জহরুল হকের বাড়ি কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ইউনিয়নে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেল আরোহীর শরীরে থাকা চাদরটি মোটরসাইকেলের চাকার সঙ্গে পেঁচিয়ে পড়ে গেলে গলায় চাপ পড়লে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোবহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৮/মাহবুব