নেত্রকোনায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জয়নগরস্থ সার্কিট হাউজ থেকে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী ও সিভিল সার্জন তাজুল ইসলাম।
পরে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে আলোচনা সভা অনিুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রতিবন্ধী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৮/হিমেল