সাধারণ মানুষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও নারী নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের ২নং পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজ হাসানকে অপসারণ করা হয়েছে। অভিযুক্তকে চৌহালী থানায় বদলির আদেশ দিয়েছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।
পুলিশ সুপার মিরাজ উদ্দিন বলেন, গত রাতেই এ আদেশ কার্যকর হয়েছে। তবে তিনি এটাকে নিয়মিত বদলি বলে দাবি করেছেন তিনি।
এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ধানবান্ধি ও পুঠিয়াবাড়ী মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই সংঘর্ষ থামাতে গিয়ে অন্তস্বত্ত্বা ও মহিলাদের মারপিট ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ ওঠে পরিদর্শক হাসানের বিরুদ্ধে। বিকেলে হোসেনপুর জগন্নাথবাড়ি রোডের প্রায় ১৯ জন নারী ও পুরুষ সিরাজগঞ্জ প্রেস ক্লাব বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগে পরিদর্শক হাসানের নেতৃত্বে মহল্লার নারীদের উপর নির্যাতন ও ঘরে ঘরে ঢুকে ভাংচুর চালানোর কথা উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সবাই পরিদর্শক হাসানের বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন।
বিডি প্রতিদিন/২ এপ্রিল, ২০১৮/ফারজানা