কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুল হাই, বয়স ৭০ বছর। সোমবার দুপুরে উপজেলার সিদলা ইউনিয়নের পূর্ব সুরাটি গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, আব্দুল হাই হাঁপানী রোগে ভুগছিলেন। দুপুরে নিজ ঘরের আঁড়ার সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলেও জানান তিনি।
আব্দুল হাই হোসেনপুর উপজেলার পূর্ব সুরাটি গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৮/ওয়াসিফ