‘নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্য সম্পূন্ন’ শ্লোগান নিয়ে নানা আয়োজনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উদযাপিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যণে মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের সহযোগীতায় সোমবার র্যালি এবং আলোচনা সভা ছাড়াও হাসপাতালে নীল রঙ্গের আলোকসজ্জা করা হয়।
সকাল ১০ টায় হাসপতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা এবং কর্মচারীদের অংশগ্রহণে বের হওয়া র্যালির নেতৃত্বে দেন হাসপাতাল পরিচালক ডা. মোঃ বাকীর হোসেন। র্যালিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রদক্ষিণ করে হাসপাতালের ৪র্থ তলার সভা কক্ষে গিয়ে শেষ হয়।
পরে শিশু বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আসীম কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতাল পরিচালক ডা. মো. বাকীর হোসেন।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. ইউনুস আলী’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক ডা. আবদুল কাদির, গাইনী বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. শিখা সাহা। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ডা. এইচ এম. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. আলী হাসান, ডা. আকবার হোসেন, ডা. তহসিনুল আমিন, ডা. ফরিদা বেগম, ডা. আশিষ কুমার, ডা. ফয়সাল আহম্মেদ ও সেবা তত্ত্বাবধায়ক সেলিনা বেগম সহ চিকিৎসক, নার্স, কর্মকর্তা এবং কর্মচারীরা।
এদিকে দিবসটি উপলক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন