বগুড়ায় এইচএসসি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে র্যাব গ্রেফতার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রতারণাকারী চক্র প্রশ্নপত্র ফাঁসের নামে পরীক্ষার্থীদের নিকট থেকে টাকা হাতিয়ে নেয়ার প্রক্রিয়া করছিলো বলে র্যাব জানায়।
র্যাব বগুড়া ক্যাম্প জানায়, রবিবার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার হরিনগাড়ি মধ্যপাড়া এলাকা থেকে প্রতারণাকারী চক্রের সদস্য সামিউল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে এসএসসি পরীক্ষা দিয়েছিলো। সামিউল হোসেন প্রশ্নপত্র ফাঁসের নামে হোয়াইটস অ্যাপের মাধ্যমে প্রতারণা করে শতাধিক শিক্ষার্থীর একটি গ্রুপ তৈরী করে আর্থিক ভাবে লাভবান হওয়ার চেষ্টা করছিলো। পরীক্ষা শুরুর আগে সে টাকার বিনিময়ে প্রশ্নপত্র দেয়ার আশ্বাস দিয়েছিলো বলে র্যাব জানিয়েছে। গ্রেফতারকৃত যুবক অপর একটি লিংকের মাধ্যমে প্রতারণাকারী চক্রের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলো।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মেজর মোর্শেদ জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন