নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে এই ভিডিও কনফারেন্সে করা হয়।
এ সময় নোয়াখালী থেকে জেলা প্রশাসক মো: মাহবুব আলম তালুকদার ও কোর্ট মসজিদের ইমাম মাওলানা মো: ইসমাইল প্রধানমন্ত্রীর কাছে তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন।
এ সময় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ সরকারি ভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সমজিদের ইমাম, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন