দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর সড়কে ট্রাক চাপায় সাদিকুল ইসলাম নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফিরার পথে পিছন থেকে ট্রাকটি তাকে চাপা দিলে তিনি নিহত হন।
নিহত সাদিকুল ইসলাম (৩৫) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বেলাইচন্ডি বাজারের আঃ লতিফের ছেলে।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক তাজুল ইসলাম জানান, পার্বতীপুর থেকে একটি খালি ট্রাক পার্বতীপুর-বেলাইচন্ডি বাজারে জব্বারের হোটেলের সামনের সড়কে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
পার্বতীপুর মডেল থানার ওসি হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন