বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি) মহাসচিব, সাবেক মন্ত্রী ও বগুড়া-৪ আসনের সাবেক এমপি মামদুদুর রহমান চৌধুরীর (৭২) নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জানাযা নামাজ শেষে শহরের সূত্রাপুরস্থ সাতআনী মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্থানে পিতা সাবেক এমপি মাহবুবুর রহমান পুটু মিয়ার কবরের পাশে দাফন করা হয়।
জানাজা নামাজের আগে বক্তব্য দেন বগুড়া সদরের এমপি জাপা নেতা নূরুল ইসলাম ওমর, বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, এলডিপির জেলা সাধারণ সম্পাদক নাজির হোসেনসহ তার বড় ছেলে জোবায়ের রহমান তুর্য্য। জানাজা ও দাফনে বিভিন্ন রাজনৈতিক দল সহ সর্বসস্তরের মানুষ অংশ নেন।
গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বগুড়ার ঐতিহ্যবাহী সাতআনী জমিদার বাড়ির সন্তান। তার বড় বোন ইসমত আরা সাদেক বর্তমান সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন