লালমনিরহাটে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক মহিলা সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তার কাছ থেকে জিহাদী বই ও বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। আটক মহিলা সাদিয়া আফরোজ মিনা (২৫) জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিণ ধুবনী গ্রামের নুরুল হকের মেয়ে।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল-এ) শহীদ সোহরাওয়াদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধুবনী গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। পরে আটক জেএমবির এই মহিলা সদস্যকে হাতীবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মিনা জেএমবির মহিলা শাখার একজন সক্রিয় সদস্য বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এ মজুমদার