পটুয়াখালীর কলাপাড়ায় ২০ পিস ইয়াবাসহ আমির হোসেন (৪২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আজ পৌর শহরের নাচনাপাড়া এলাকার ভাড়াটে বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহজালাল জানান, আটককৃত আমির হোসেন দীর্ঘদিন ইয়াবা ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে তার ভাড়াটে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আমিরের বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার