বরিশালের গৌরনদী উপজেলার পালরদী মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে (১৪) যৌন হয়রানি করার দায়ে তিন বখাটে যুবককে ৩ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই অর্থদন্ড দেন।
অর্থদন্ডপ্রাপ্ত ৩ বখাটে হলো উপজেলার নরসিংহপট্টি গ্রামের কাইয়ুম সরদারের ছেলে সাগর সরদার (২০), একই গ্রামের পান্নু সরদারের ছেলে সাব্বির সরদার (১৯) এবং দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বারেক খন্দকারের ছেলে কাওছার খন্দকার (১৯)।
গৌরনদী মডেল থানার এসআই মো. শামসুউদ্দিন জানান, পালরদী মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রী গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে স্কুল থেকে নিজ বাড়ি নরসিংহপট্টি গ্রামে ফিরছিল। পথিমধ্যে ওই ছাত্রী বিল্বগ্রাম বাজারে আলিম সরদারের চায়ের দোকানের সামনে পৌঁছলে ৩ বখাটে যুবক তাকে যৌন হয়রানি করে। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ আজ বৃহস্পতিবার সকালে ৩ বখাটেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক গৌরনদীর ইউএনও খালেদা নাছরিন আটক ৩ যুবককে ৩ হাজার টাকা করে অর্থদন্ড দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার