কুমিল্লা নগরী রেইসকোর্স এলাকায় প্রেম সংক্রান্ত দ্বন্দ্বে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত সাগর দত্তের বাবা শংকর দত্ত। এজাহার নামীয় একজন ও অজ্ঞাত ৫/৬ নামের মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া।
ওসি বলেন, মামলার তদন্তের স্বার্থে এজাহার নামীয় আসামির নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে সাগর দত্তের মূল হত্যাকারী ও এক সহযোগী পুলিশের সন্দেহের তালিকায় রাখা হয়েছে। হত্যাকাণ্ডে ঘটনার সব ধরনের ক্লু পুলিশ সংগ্রহ করেছে। পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। আশা করা হচ্ছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা যাবে।
উল্লেখ্য, বুধবার রেইসকোর্স পাকা পোল বিএইচ ভূঁইয়া হাউজ থেকে সাগর দত্ত (১৯) নামের কলেজ ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করছে পুলিশ। পুলিশের ধারণা প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে হত্যাকাণ্ডটি ঘটেছে। এসময় একই কক্ষ থেকে সজিব সাহা নামে আরেক ছাত্রকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ছুরি ও বটি উদ্ধার করেছে। নিহত সাগর দত্ত কুমিল্লার চান্দিনা উপজেলার বারেরা ইউনিয়নের চিলোড়া গ্রামের শংকর দত্তের বড় ছেলে। সে কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
আহত সজিব সাহা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার উজান চর গ্রামের রাখাল সাহার ছেলে। সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের ছাত্র।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন