জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, “আমাদের দূর্ভাগ্য যে আজকে ক্ষমতা চিরস্থায়ী করতে দেশব্যাপী রক্তারক্তি, খুনোখুনি ও ঝগড়া-বিবাদ চলছে। অথচ কথা ছিল মুক্তিযোদ্ধাদের স্বাধীন করা দেশ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের দেশ হবে। কোন দলের বা কোন নেতার সরকার নয়, সরকার হবে জাতি ও জনগণের।”
তিনি আরো বলেন, “ভোটবিহীন কোন নির্বাচন দেশের জনগণ মেনে নেবেনা। যারা দেশের জনগণের ভোট নিয়ে তালবাহানা করেছে সুযোগ পেলে জনগণ সেই অপমানের জবাব দিয়ে দিবে।”
বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা রফিকুল হায়দার চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রব।
জেএসডি জেলা শাখার উদ্যোগে স্থানীয় বিজয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় এম এ ইউসুফ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেএসডি সহসভাপতি বেগম তানিয়া রব, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মনছুরুল হক, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, অধ্যক্ষ আবদুল মোতালেব, অ্যাডভোকেট জসিম উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন