নোয়াখালীর কবিরহাট উপজেলায় ভুয়া এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জনের ১ বছর করে কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। আজ দুপুর ১টার দিকে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হাফিজ উদ্দিন ও চরআলগী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে নুরুল ইসলাম।
জানা গেছে, উপজেলার কবিরহাট কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় হাফিজ উদ্দিন নামের একজন নুরুল ইসলাম নামে পরীক্ষা দিতে আসে। এ সময় পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পর্যবেক্ষক হাফিজ উদ্দিনকে আটক করে। এ সময় মূল পরীক্ষার্থী নুরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের ২ জনকে ১ বছর করে কারাদন্ড দেন। কবিরহাট থানার ওসি মির্জা মো. হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার