টেকনাফে অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড সহকারি গোয়েন্দা পরিচালক আব্দুল্লাহ আল মারুফ জানান, আজ টেকনাফ কোস্টগার্ড স্টেশনের সদস্যরা সাবরাং নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। কোস্টগার্ড দাবি করেছে- উদ্ধারকৃত ৪ লাখ পিস ইয়াবার অনুমানিক মূল্য ২০ কোটি টাকা।
এসময় একটি সন্দেহজনক ট্রলারকে ধাওয়া করলে যাত্রীরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে কূলে উঠে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরে উক্ত বোটে তল্লাশি চালিয়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ ইয়াবা আইনগত প্রক্রিয়া গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড।
বিডি প্রতিদিন/এ মজুমদার