মাত্র ৭ দিনের ব্যবধানে ময়মনসিংহের ফুলপুরে আবারও ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ফুলপুর উপজেলার শুধু সিংহেশ্বর ইউনিয়নে এই শিলাবৃষ্টি হয়।
শিলাবৃষ্টিতে সিংহেশ্বর, সঞ্চুর, বালিচান্দা, পলাশকান্দা, কোঠুরাকান্দা ও জিগারকান্দা গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিংহেশ্বর মৌলভীবাড়ি জামে মসজিদের ইমাম মিজানুর রহমান বলেন, বালিচান্দা ও পুটিয়া গ্রামে শিল পরে অনেকের ঘরের চাল ছিদ্র হয়ে গেছে।
সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব জানান, ব্যাপকহারে বার বার শিলাবৃষ্টি হওয়ায় সিংহেশ্বরের কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা কাটিয়ে ওঠা তাদের জন্য কঠিন হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর