সাতক্ষীরায় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করেছে জেলা ক্রীড়া সংস্থা। দিবসটি উদযাপন উপলক্ষে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ ইফতেখার হোসেনের নেতৃত্বে র্যালিটি সাতক্ষীরা স্টেডিয়াম থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্টেডিয়ামে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ৩য় ইসু মিয়া স্মৃতি অ্যাথলেটিক; প্রতিযোগিতা-২০১৮ এর উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমার, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, অ্যাথলেটিক উপকমিটির সম্পাদক কাজী কামরুজ্জামান, সাজেক্রীস নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, মো. রুহুল আমিন, মীর তাজুল ইসলাম রিপন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, হাফিজুর রহমান খান বিটু, ফারহা দীবা খান সাথী, সফিউল ইসলাম খান, মাসুদ আলী, জাহিদ হাসান, রবিউল ইসলামসহ প্রতিযোগী ও দর্শকবৃন্দ।
বিডি প্রতিদিন/০৬ এপ্রিল ২০১৮/এনায়েত করিম