নরসিংদীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৬ মোটরসাইকেল আরোহীসহ ৯ জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে দুপুর পযর্ন্ত নরসিংদীর রায়পুরার চাচার বাঘ, সদর উপজেলার মাদবদী ও বাঘহাটায় এসব দুর্ঘটনা ঘটে।
শিবপুরের ঘোড়ারগাও এলাকার সুলতান মিয়ার ছেলে ইয়ামীন (২৪), রায়পুরার মরজাল পশ্চিম পাড়ার মৃত. হাফিজ উদ্দিনের ছেলে ডালিম (১৬), একই এলাকার সুরুজ মিয়ার ছেলে সোহাগ (১৭) ও আসাদ মিয়ার ছেলে রমজান (১৬)। তারা সকলেই শ্রমিক।
সদর উপজেলার মাধবদী বিরামপুর গ্রামের আমিনুল ইসলাম (৩৫), তার স্ত্রী মানসুরা বেগম (২৫), পথচারী মকবুল হোসেন (৪২), ময়মংসিংহ জেলার রতন মিয়া (৪০), রিক্সা চালক নয়ন মিয়া (২৫)।
সদর মডেল থানার এস আই তাপন জানিয়েছেন, সদর উপজেলার মাধবদী ও বাঘহাটায় পৃথক দুইটি সড়ক দুঘটনায় স্বামী-স্ত্রী সহ ৫ জন নিহত হয়েছে। এর আগে সকালে রায়পুরায় আরো ৪ জন নিহত হয়েছে। পৃথক তিনটি দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন