দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুরে প্রিয়া মন্ডল নামে এক কিশোরী ট্রলিচাপায় নিহত হয়েছে। শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরামপুর উপজেলা শহরের সোনালী ব্যাংকের সামনে মাটিবাহী ট্রলির চাপায় ওই কিশোরী নিহত হয়।
নিহত প্রিয়া মন্ডল (১৬) দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাধুরিয়া গ্রামের প্রকাশ চন্দ্র মন্ডলের মেয়ে। সে দশম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, হাকিমপুরের সাধুরিয়া গ্রামের বলয় মন্ডল তার বড় ভাইয়ের মেয়ে প্রিয়া মন্ডলকে মোটরসাইকেলে নিয়ে ফুলবাড়ি উপজেলায় এক শ্রাদ্ধ অনুষ্ঠানে রওয়ানা দেন। বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে মোটরসাইকেল ব্রেক করার সময় প্রিয়া মন্ডল ছিটকে পাকা রাস্তায় পড়ে যায়। এসময় মাটিবাহী একটি দ্রুতগামী ট্রলি প্রিয়া মন্ডলকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
বিরামপুর থানার উপ-পরিদর্শক রজব আলী এর সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৮/হিমেল