মিষ্টির কার্টনে করে ফেন্সিডিল পাচার করার অভিযোগে মোছা. রওশনারা বেগম (৩৫) নামের এক মহিলাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরামপুর উপজেলায় ঘাসুড়িয়া দামোদরপুর সীমান্তের ওসমান মোড় নামক স্থান হতে তাকে আটক করা হয়।
আটক মহিলা বিরামপুরের দামোদরপুর গ্রামের মো. মোকলেছুর রহমানের স্ত্রী।
বিজিবির ঘাসুড়িয়া ক্যাম্পের নায়েব সুবেদার শ্রী রজনী কান্ত রায় জানান, ভারত থেকে পলিথিনের পাইপের মধ্যে খোলা (লুজ) ফেন্সিডিল মিষ্টির কার্টনে করে আসছে, এমন সংবাদের ভিক্তিতে গ্রামের ওসমান মোড়ে অবস্থান নেন বিজিবি। পরে ওই নারীকে তল্লাশি করে পলিথিনের পাইপে ভরা ১ কেজি ৫শ’ গ্রাম ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৮/হিমেল